পুরোনো ফর্মে ডি ভিলিয়ার্স, এবার ৩৯ বলে সেঞ্চুরি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টি-টোয়েন্টি ক্রিকেটে ফের ব্যাটিং ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ১২৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই প্রোটিয়া কিংবদন্তি। রোববার (২৭ জুলাই) রাতে লিডসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১২তম ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।
ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে আগের ম্যাচেও ৪১ বলে শতক হাঁকিয়েছিলেন ডি ভিলিয়ার্স। সে ম্যাচে তিনি ৫১ বলে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলেছিলেন। তবে এবার আরও ভয়ঙ্কর রূপে ধরা দেন। ২২ বলে হাফ-সেঞ্চুরি এবং ৩৯ বলে শতক তুলে নিয়ে ৪৬ বলেই করেন ১৫ চার ও ৮ ছক্কায় ১২৩ রান। অপর ওপেনার জেজে স্মুথসও ছিলেন দুর্দান্ত। ১০ চার ও তিন ছক্কায় ৫৩ বলে করেন ৮৫ রান।
তাদের উদ্বোধনী জুটিতে আসে ৮১ বলে ১৮৭ রান। এই জুটির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। অস্ট্রেলিয়ার হয়ে পিটার সিডল নেন সর্বোচ্চ তিন উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। নির্ধারিত ২০ ওভারের আগেই ১৬.৪ ওভারে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন বেন কাটিং। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে আরন ফাঙ্গিসো ৪ উইকেট নেন মাত্র ১৩ রানে, ইমরান তাহিরের শিকার ৩ উইকেট।
এই জয়ে ৫ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।