ময়মনসিংহে অটোরিকশা চোর চক্রের ১ নারীসহ চার সদস্য আটক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। সোমবার (২৮ জুলাই) ভোররাতে জেলার গৌরীপুর থেকে তিনজন ও তারাকান্দা থেকে একজনকে আটক করা হয়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪ এর এডিশনাল ডিআইজি নয়মুল হাসান। তিনি জানান, আটক চারজন হলেন ঢাকার মো. শামিদ (৩০), নারায়ণগঞ্জের মোছা. রেহেনা আক্তার সাদিয়া (৩৫), কিশোরগঞ্জের মো. মোস্তফা (৬২) ও ময়মনসিংহের তারাকান্দা থানার মো. মোস্তফা (৩৯)। এই চক্রটি রাজধানী ঢাকা থেকে প্রাইভেটকারযোগে ময়মনসিংহে এসে পরিকল্পিতভাবে অটোরিকশা চুরি করত এবং পরে তা স্থানীয় এক চোরাই যন্ত্রাংশ ব্যবসায়ীর কাছে বিক্রি করত।
র্যাব জানায়, গত ২৩ জুলাই র্যাব-১৪ এর অধিনায়ক বরাবর একটি লিখিত অভিযোগ করেন মো. জাকির হোসেন নামের এক ব্যক্তি। অভিযোগে বলা হয়, এর আগের দিন (২২ জুলাই) দুপুরে এক নারী যাত্রী তার রিজার্ভকৃত অটোরিকশায় ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজার থেকে বাড়েরা পুল পর্যন্ত যান। মাঝপথে আকন্দবাড়ি রোড সংলগ্ন এলাকায় অজুহাতে থামিয়ে চালককে সরে যেতে বলেন। কিছুক্ষণের মধ্যেই আরেক ব্যক্তি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় এবং সেই নারী একটি প্রাইভেটকারে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন।
অভিযোগের ভিত্তিতে র্যাব-১৪ গোয়েন্দা নজরদারিতে নেমে সোমবার ভোরে চক্রের চার সদস্যসহ ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে। র্যাব জানায়, আটক মো. মোস্তফা দীর্ঘদিন ধরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশ খুলে বা রঙ পরিবর্তন করে তা বিক্রি করে আসছিলেন।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোতোয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।