র‍্যাব আয়না ঘরের ভয়ংকর স্মৃতিচারণ এক বন্দির!

র‍্যাব আয়না ঘরের ভয়ংকর স্মৃতিচারণ এক বন্দির!
ছবির ক্যাপশান, র‍্যাব আয়না ঘরের ভয়ংকর স্মৃতিচারণ এক বন্দির!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আয়না ঘর এই নামটি যেনো পুরো বাংলাদেশের মানুষের কাছে একটি আতঙ্ক ও বিষ্ময়ের নাম।পাঁচ আগস্টের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু আয়না ঘর।সম্প্রীতি রেপিড এ্যাকশন ব্যাটেলিয়নের বিরুদ্ধে আয়না ঘরের টর্চার সেলের অভিযোগের সত্যতা পেয়েছেন তদন্ত কমিশন।

আয়না ঘর এই নামটি যেনো পুরো বাংলাদেশের মানুষের কাছে একটি আতঙ্ক ও বিষ্ময়ের নাম।পাঁচ আগস্টের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু আয়না ঘর।

সম্প্রীতি রেপিড এ্যাকশন ব্যাটেলিয়নের বিরুদ্ধে আয়না ঘরের টর্চার সেলের অভিযোগের সত্যতা পেয়েছেন তদন্ত কমিশন। আওয়ামীলীগ সরকারের নানান রকম নির্মমতার একটি ধরণ ছিলো এই আয়না ঘর। এমনই এক আয়না ঘরে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছেন একজন ভুক্তভোগী।

আয়নাঘর থেকে বেঁচে ফেরা মাশরুর আনোয়ার চৌধুরী বক্তব্য , "অবশেষে হাতে পেলাম RAB 11 এর সেই সেলের ছবি, যে সেলে আমাকে গুম রাখা হয়েছিলো প্রথমদিন আর শেষদিন। বাকি পাঁচ ছয়দিন, এর চাইতে ভয়ঙ্কর সেলে ছিলাম। ঐগুলো এখনো পাইনাই। অচিরেই উম্মোচন হবে সেগুলারও। ইন শা আল্লাহ। ঐ বোতলটা দিয়ে টয়লেটের পাশের কল থেকে নিয়ে পানি খেতে হতো। ঐখানেই খাওয়া, ঐখানেই টয়লেট , ঐখানেই ঘুম, ঐখানেই নামাজ, কোরআন তিলওয়াত, জিকির। আর ক্রসফায়ারে পড়ার আতঙ্ক। ফিরে না আসার আতঙ্ক। এর চাইতে নিকৃষ্ট কাজ তারা কি করেছিলো জানেন? ঠিক সেল বরাবার CCTV Camera বসিয়ে দিয়েছিলো। টয়লেটও ঠিকমতো করতে পারতাম না। আহ মনে পড়লেই ট্রমা কাজ করে।"


সম্পর্কিত নিউজ