অবশেষে ক্লাসে ফিরলেন কুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন। মঙ্গলবার (২৯ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরুর নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
এর আগে সোমবার (২৮ জুলাই) সকালে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। একই দিন দুপুরে বিভিন্ন পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে ক্লাস শুরুর ঘোষণা দেন উপাচার্য। শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের সঙ্গে একাধিক বৈঠকের পর এ সিদ্ধান্তে উপনীত হন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্লাস শুরুর ঘোষণা আসার পর শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন। তিনি বলেন, “ভিসির আশ্বাসের ভিত্তিতে আমরা আন্দোলন সাময়িক স্থগিত করেছি। আশা করছি, তদন্ত কার্যক্রম নিরপেক্ষ ও দ্রুত সম্পন্ন হবে।”
উপাচার্য ড. হেলালী বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মত হয়েছেন যে, ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। তাই আমরা ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছি।”
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় একটি পক্ষ। এতে আহত হন শতাধিক ব্যক্তি। ওই রাতে হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন ভিসিসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা। এর জেরে শিক্ষকরা ৪ মে থেকে টানা কর্মবিরতি পালন করেন।
পরে আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় ২৫ এপ্রিল তৎকালীন ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণ করে। তারপর থেকেই ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। তবে ক্লাস শুরুর ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।