চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী বাস চলাচল দ্বিতীয় দিনেও বন্ধ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই রুটে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি, অটোরিকশাসহ ছোট যানবাহনে যাতায়াত করছেন।
জানা গেছে, গত শনিবার রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করেন রাজশাহীর পরিবহন শ্রমিকরা। এরই জেরে চাঁপাইনবাবগঞ্জে পাল্টা প্রতিক্রিয়ায় একটি রাজশাহীগামী বাস ভাঙচুর করা হয়। দুই জেলার পরিবহন শ্রমিকদের এই উত্তেজনার জেরে সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা আনারুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দুই জেলার পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বাস চলাচল স্বাভাবিক করতে আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী বাস মালিক সমিতি ভবনে উভয় জেলার বাস মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সমঝোতা হলে বাস চলাচল আবারও শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ততক্ষণ পর্যন্ত সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবের সম্ভাবনা খুবই কম। যাত্রীরা জানান, বাস বন্ধ থাকায় তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে এবং অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
নিত্যযাত্রী ও পরীক্ষার্থীদের জন্য এই পরিস্থিতি আরও বেদনাদায়ক হয়ে উঠেছে বলে জানান অনেক অভিভাবক। দ্রুত সমস্যা সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।