টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজীপুরের টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতি (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে ৩৬ ঘণ্টা পর। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল এলাকা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতেন। তিনি মনি ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে মার্কেটিং প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে কোম্পানির পণ্যের প্রচারনার কাজে টঙ্গীর ইমপেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন তিনি। হাসপাতালের উদ্দেশে মহাসড়ক অতিক্রম করে ড্রেনের ওপর দিয়ে পার হওয়ার সময় হঠাৎ পা পিছলে ড্রেনের পানির স্রোতে পড়ে যান জ্যোতি। ঘটনার সময় টানা বৃষ্টির কারণে ড্রেন এবং মহাসড়কের পার্থক্য বোঝা যাচ্ছিল না। ফলে অসাবধানতাবশতই তিনি অরক্ষিত ড্রেনে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু পানির প্রবল স্রোত ও ড্রেনের গভীরতার কারণে দীর্ঘ সময় লেগে যায়। অবশেষে মঙ্গলবার সকালে টঙ্গীর শালিকচুড়া বিল এলাকায় মরদেহটি ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অরক্ষিত ড্রেন ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এলাকাবাসীর অভিযোগ, শহরের ব্যস্ত সড়কের পাশেই এত বড় ড্রেন খোলা রাখা দায়িত্বহীনতার পরিচয়। এ ঘটনায় যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।