রাতভর রুশ হামলায় ইউক্রেনে নিহত ২০, আহত ৪০

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইউক্রেনে রাশিয়ার লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় আবারও রক্তাক্ত রাত পার করেছে দেশটির জনগণ। সোমবার (২৮ জুলাই) রাতভর চালানো এই হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের আঞ্চলিক প্রশাসনের কর্মকর্তারা।
ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান, জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়া অন্তত আটটি আঘাত হানে। এতে একটি কারাগার চত্বর পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং আশপাশের বেশ কয়েকটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩৫ জন।
দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলেও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লিসাক জানিয়েছেন, কামিয়ানস্কে শহরে ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতালও। এছাড়া সিনেলনিকিভস্কি জেলায় আরেকটি হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
ভেলিকস মিখাইলিভস্কায় চালানো পৃথক এক হামলায় ৭৫ বছর বয়সী এক নারী নিহত হন এবং ৬৮ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। এই হামলায় একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার। তার ভাষ্য মতে, অস্তোভস্কি রাস্তায় একটি গাড়িতে ড্রোন আঘাত করলে চালক ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন সংকট সমাধানে ১০ থেকে ১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সময়ের মধ্যে সংঘাত বন্ধ না হলে রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।