ভুয়া এআই ভিডিও দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে অপপ্রচার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে কৃত্রিমভাবে তৈরি একটি ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চিহ্নিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ ইউনিট ‘বাংলাফ্যাক্ট’। প্রতিষ্ঠানটি জানায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি, যাতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গুলশানের একটি চাঁদাবাজির ঘটনায় এনসিপি নেতাকে দায়ী করে মিথ্যা মন্তব্য করতে দেখা যায়।
ভিডিওটিতে বলা হয়, “হ্যাঁ, গুলশানে যে ধরা পড়েছে সে আমাদের এনসিপির নেতা। আমি বকে দিয়েছি, বলেছে আর করবে না।” কিন্তু বাংলাফ্যাক্ট যাচাই করে জানায়, এই বক্তব্যের কোনো সত্যতা নেই এবং এটি ডিজিটালভাবে জেনারেট করা হয়েছে। ভিডিওর নিচে থাকা ‘Veo’ লেখাটি নির্দেশ করে এটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক টুল ব্যবহার করে তৈরি, যার মাধ্যমে লেখা থেকে সরাসরি অডিও-ভিডিও কনটেন্ট তৈরি করা সম্ভব।
এছাড়া, ভিডিওর ইংরেজি সাবটাইটেলে ভাষাগত ত্রুটি, ব্যাকরণগত ভুল এবং বানান ভ্রান্তি রয়েছে—যা ভিডিওটির জালিয়াতির স্পষ্ট প্রমাণ বলে উল্লেখ করে বাংলাফ্যাক্ট। প্রকৃতপক্ষে, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এমন কোনো বক্তব্যের রেকর্ড বা বিশ্বাসযোগ্য সূত্রে প্রমাণ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দিয়েছিল। পরে সংশ্লিষ্ট সংগঠনগুলো তাদের স্থায়ী বহিষ্কার করে।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, এমন ধরনের এআই প্রযুক্তিনির্ভর মিথ্যা ভিডিও দেশজুড়ে বিভ্রান্তি তৈরি করছে, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, গুজব ঠেকাতে জনগণকে সচেতন থেকে যাচাইকৃত তথ্য গ্রহণ করতে হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।