গাজার শিশুদের দেখে মনে হয় তারা প্রকৃতই ক্ষুধার্তঃ ট্রাম্প

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজায় মানবিক সংকট দিন দিন চরম আকার ধারণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে মন্তব্য করেছেন, গাজার মানুষ ‘প্রকৃত অনাহারে’ ভুগছেন। স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, “ওখানে (গাজায়) কেউ ভালো কিছু করেনি। পুরো জায়গাটাই জগাখিচুড়ি। আমি ইসরাইলকে বলেছি হয়তো তাদের এটা অন্যভাবে করতে হবে।”
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই দাবি পুরোপুরি অস্বীকার করে বলেছেন, ইসরাইল গাজায় অনাহার সৃষ্টি করছে— এমন বক্তব্য ‘পুরোপুরি মিথ্যা’। এ মন্তব্যের সঙ্গে একমত কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমি জানি না। ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে। এটাই আসল অনাহার।”
জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান সম্প্রতি জানিয়েছেন, গাজায় অনাহার রোধে ‘প্রচুর পরিমাণে’ খাদ্য সহায়তা প্রয়োজন। এরপরই ট্রাম্প তার পর্যবেক্ষণ তুলে ধরেন।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা গাজায় মানবিক পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে। সেনাবাহিনীর দাবি, গাজার তিনটি এলাকায় দিনে ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখা হবে এবং ত্রাণ পৌঁছানোর জন্য নিরাপদ রুট নির্ধারণ করা হয়েছে।
কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, সোমবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া মানুষও ছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৯ হাজার ৮২১ জন নিহত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, ২০২৫ সালে এখন পর্যন্ত অপুষ্টির কারণে গাজায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। শুধু জুলাই মাসেই প্রাণ হারিয়েছে ৬৩ জন, যাদের মধ্যে ২৪ জনই পাঁচ বছরের কম বয়সী শিশু।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।