তিতুমীর কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান

তিতুমীর কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ ৭ দফা দাবিতে সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা অবস্থান নেন। ফলে কলেজের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ২ ফেব্রুয়ারি (রোববার)  রাতে ওই কলেজের শিক্ষার্থীরা সোমবার সকাল ১১টা থেকে রাত ১০ পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ও অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করেন। 

ওই সময় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ের আগ পর্যন্ত তিতুমীরে কেউ ঢুকতে পারবে না। সোমবার থেকে ক্লাস-পরীক্ষা এমনকি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। তবে, কলেজে সোমবার সরস্বতী পূজার কার্যক্রম অব্যাহত থাকবে। 


সম্পর্কিত নিউজ