বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, ৯ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ৬

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, ৯ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ৬
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে ‘এফবি সাগরকন্যা’ নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ৬ জন। শুক্রবার (২৬ জুলাই) সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ট্রলারডুবির এই মর্মান্তিক ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে মহিপুর থেকে আবদুর রশিদ মাঝির নেতৃত্বে ১৫ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। পরদিন সকালে জাল ফেলতে গেলে হঠাৎ ঘূর্ণিঝড় ও উঁচু ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়। তখনই এক জেলে স্রোতে ভেসে যান। বাকি ১৪ জন বাঁশ ও ফ্লোট ধরে ভেসে থাকার চেষ্টা করেন। ধীরে ধীরে আরও পাঁচজন ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন। ভাসতে ভাসতে শেষ বয়ার এলাকায় পৌঁছানোর পর সোমবার রাতে দুইটি মাছধরা ট্রলার তাদের ৯ জনকে উদ্ধার করে।

মঙ্গলবার ভোরে আহত জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিখোঁজ জেলেরা হলেন—আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম। এদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় ফিশিং ট্রলারগুলো তল্লাশি চালাচ্ছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ট্রলার মালিক কিশোর হাওলাদার ২৬ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

প্রতিনিয়ত এমন দুর্ঘটনা মৎস্যজীবীদের জীবনে ঝুঁকি বাড়িয়ে তুলছে। উপকূলের জেলেরা অভিযোগ করেন, আবহাওয়া সতর্কতা বা পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই অনেকসময় গভীর সাগরে যেতে বাধ্য হন তারা। ফলে এ ধরনের ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয় না।

নিখোঁজদের পরিবারের সদস্যরা এখনো সাগরপাড়ে অপেক্ষায় রয়েছেন, একটিমাত্র সুসংবাদের আশায়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ