রংপুরে হিন্দুপল্লীর ঘর মেরামতে উপজেলা প্রশাসনের সহায়তা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর ছয় আনি বালাপাড়ার হিন্দুপল্লীতে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনঃনির্মাণ করছে স্থানীয় প্রশাসন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে এক হিন্দু কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার পর এলাকায় তৈরি হয় চরম আতঙ্ক। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান মৃধার তত্ত্বাবধানে ঘর মেরামতের কাজ চলছে। সরকারি বরাদ্দ থেকে টিন এবং মিস্ত্রির খরচে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর বেড়া ও ছাদ পুনঃস্থাপন করা হচ্ছে। ইউএনও নিজেই উপস্থিত থেকে মেরামত কাজ তদারকি করছেন এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করছেন।
তিনি জানান, হামলায় মোট ২২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচ-ছয়টি ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে, বাকিগুলোর সামান্য ক্ষতি হয়েছে। আজ সন্ধ্যার মধ্যেই সবগুলো ঘরের মেরামত কাজ শেষ হবে।
এছাড়া একটি পরিবার টিউবওয়েল না থাকার অভিযোগ করলে, সেটিও বসানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
ঘর হারানো মানুষজন যারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তারা আবার নিজ বাড়িতে ফিরেছেন এবং মেরামত কাজে অংশ নিচ্ছেন।
তবে ঘটনার সূত্রধর রঞ্জন রায়ের বাবা সুজন চন্দ্র রায় ও চাচা জয়চাঁদ এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাড়িতে ফেরেননি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা শিগগিরই বাড়িতে ফিরবেন বলে জানানো হয়েছে।
ইউএনও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দোষী যারাই হোক, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে হিন্দু-মুসলমান একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে যাবে।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।