ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ১ যুবক আটক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঝিনাইদহের শৈলকূপায় সেনাবাহিনীর গোপন তথ্যভিত্তিক অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) গভীর রাতে উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ অভিযান চালানো হয়। আটক যুবকের নাম রফিকুল ইসলাম। তিনি ওই গ্রামেরই বাসিন্দা এবং মৃত মাকসুদ আলীর ছেলে।
অভিযানে অংশগ্রহণকারী সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রফিকুল ইসলামের ঘরে লুকিয়ে রাখা ছিল দুইটি পিস্তল, একটি পিস্তলের ব্যারেল এবং দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ। এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে তাকে রাতেই আটক করা হয়।
পরবর্তীতে রাতেই রফিকুল ইসলামকে শৈলকূপা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, "সেনাবাহিনীর যৌথ অভিযানে রফিকুল ইসলামকে অস্ত্রসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।"
স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলাম কিছুদিন ধরে রহস্যজনকভাবে চলাফেরা করছিল। তার বাড়িতে বহিরাগত লোকজনের আনাগোনাও ছিল বেশি। এসব তথ্যের ভিত্তিতেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং পরে অভিযানে অভিযান সফল হয়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, রফিকুল ইসলাম একটি বড় অস্ত্র চক্রের সদস্য হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও গোয়েন্দা বিভাগ ইতোমধ্যে অস্ত্র তৈরির সম্ভাব্য উৎস ও ব্যবহারের উদ্দেশ্য অনুসন্ধানে মাঠে নেমেছে। এ ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।