ভারত থেকে কুড়িগ্রামে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুট

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কুড়িগ্রামের দুধকুমার নদীতে ভেসে এসেছে এক শিশুর মরদেহ। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাট এলাকায় স্থানীয়রা কলাগাছ দিয়ে তৈরি একটি ভেলায় শিশুটির লাশ ভাসতে দেখেন। ভেলাটি ছিল চাটাই দিয়ে মোড়া এবং তাতে শিশুটির মুখ ছাড়া বাকি শরীর চাদর, মশারি ও পলিথিনে মোড়ানো ছিল।
স্থানীয় কলেজ শিক্ষার্থী ফারুক খান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ভেলায় একটি চিরকুট দেখতে পান। চিরকুটে শিশুর নাম, ঠিকানা, একটি ভারতীয় মোবাইল নম্বর এবং শিশুর ছবি সংযুক্ত ছিল। শিশুটির নাম সুমীত দাস, বয়স আনুমানিক ছয় বছর। তার পিতার নাম আকুমনি দাস ও মায়ের নাম পদ্মা দাস। ঠিকানা উল্লেখ ছিল ভারতের আসামের ডেকাবঘাট লালবাড়ী এলাকা।
ফারুক খান ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে ‘অনকু দাস’ নামের এক ব্যক্তি নিজেকে শিশুটির মামা হিসেবে পরিচয় দেন। তিনি জানান, গত ১০ জুলাই সাপের কামড়ে শিশুটি মারা যায়। কিন্তু আশায় ছিল, নদীতে ভাসালে সে নতুন জীবন ফিরে পেতে পারে—এই বিশ্বাস থেকেই তাকে কলাগাছের ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়।
ঘটনাটি জানাজানির পর এলাকাবাসী শিশুটির মরদেহ আর আটকায়নি। পুনরায় মরদেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ ভেলায় করে ভেসে এসেছে বলে শুনেছেন। তবে স্থানীয়দের সিদ্ধান্তে সেটি পুনরায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে বিস্ময় ও বিষাদের ছায়া নেমে এসেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।