ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়ার ইতিহাস

ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়ার ইতিহাস
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের পর টি-টোয়েন্টিতেও দারুণ ফর্ম ধরে রাখলো অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৯ জুলাই) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩ ওভার ও ৩ উইকেট হাতে রেখেই ১৭১ রানের লক্ষ্য ছুঁয়ে নেয় অজিরা। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ এবং টেস্টসহ পুরো সফরে ৮-০ ব্যবধানে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো তারা।

টস হেরে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে মাত্র ১৭০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরুতেই বেন ডোয়ারসুইসের বোলিং তোপে পড়ে যায় দলটি। ৪.৪ ওভারে মাত্র ৩২ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। শেরফেইন রাদারফোর্ড ১৭ বলে ৩৫ ও শিমরন হেটমায়ার ৩১ বলে ৫২ রানে দলকে কিছুটা টানার চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি।

অস্ট্রেলিয়ার পক্ষে বেন ডোয়ারসুইস ৩টি এবং স্পেন্সার জনসন ২টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মাত্র ২৫ রানেই তারা হারায় ৩ উইকেট—মিচেল মার্শ, জশ ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল দ্রুত সাজঘরে ফেরেন। তবে এরপর টিম ডেভিডের ১২ বলে ৩০, মিচেল ওয়েনের ১৭ বলে ৩৭ ও ক্যামেরন গ্রিনের ১৮ বলে ৩২ রানে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ দিকে অ্যারন হার্ডির ২৫ বলে ২৮ রানে সহজেই জয় নিশ্চিত করে অজিরা।

ম্যাচসেরা হয়েছেন বোলার বেন ডোয়ারসুইস। পুরো সিরিজজুড়ে ব্যাটে দাপট দেখিয়ে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন ক্যামেরন গ্রিন, যার ব্যাট থেকে এসেছে তিনটি ফিফটিতে মোট ২০৫ রান।

এই সফরের মাধ্যমে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে রেকর্ড ৮-০ ব্যবধানে। কোনো সফরে দ্বিতীয় সর্বোচ্চ জয় এটি। তালিকার শীর্ষে রয়েছে ভারত, যারা ২০১৭ সালে শ্রীলঙ্কায় ৯-০ ব্যবধানে সিরিজ জিতেছিল।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ