মানবাধিকার ইস্যুতে আইজিপির সঙ্গে জাতিসঙ্ঘ দূতের সৌজন্য সাক্ষাৎ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের বিশেষ র্যাপোর্টিয়ার ড. মরিস টিডবাল-বিনজ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে দুই পক্ষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় মানবাধিকার চর্চা, বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ময়নাতদন্ত, ফরেনসিক বিশ্লেষণসহ পুলিশি কার্যক্রমে মানবাধিকারের মানোন্নয়ন বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়।
আইজিপি বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মানবাধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। তিনি বলেন, মডার্ন ফরেনসিক ল্যাব, দক্ষ তদন্ত ব্যবস্থা ও প্রশিক্ষিত মানবসম্পদের মাধ্যমে বাংলাদেশ পুলিশ প্রতিনিয়ত আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি মানবাধিকার সংক্রান্ত যেকোনো যৌক্তিক পরামর্শ ও সহায়তাকে স্বাগত জানান।
ড. মরিস টিডবাল-বিনজ বাংলাদেশে তাঁর সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মানবাধিকারের চর্চা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের অগ্রগতি প্রশংসনীয়। তিনি ভবিষ্যতে পুলিশ ও জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, সিআইডির অতিরিক্ত আইজিপি মো: ছিবগাত উল্লাহ বিপিএম, পিপিএম, ডিআইজি (কনফিডেনশিয়াল) মো: কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো: আশিক সাঈদ।
এই সাক্ষাৎকে কেন্দ্র করে মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।