বিগত ২৫ বছরে সুন্দরবনে ৯১টি বাঘের মৃত্যু

বিগত ২৫ বছরে সুন্দরবনে ৯১টি বাঘের মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সুন্দরবনের গর্জন তোলা রয়েল বেঙ্গল টাইগার আজ অস্তিত্ব সংকটে। ২০০১ থেকে ২০২৫ সালের মধ্যে সুন্দরবনে মারা গেছে ৯১টি বাঘ। বন বিভাগ জানায়, এর মধ্যে ৫৮টি বাঘ শিকার বা পিটিয়ে মারা হয়েছে, ৩০টি স্বাভাবিকভাবে এবং ৩টি প্রাণ হারিয়েছে প্রাকৃতিক দুর্যোগে।

বিশ্ব বাঘ দিবস (২৯ জুলাই) সামনে রেখে বন বিভাগ ও পরিবেশবিদদের বরাতে এই তথ্য সামনে এসেছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বিগত এক দশকে বাঘ হত্যার ঘটনা হ্রাস পেয়েছে। বাঘ সংরক্ষণ প্রকল্প, ক্যামেরা ট্র্যাপিং ও মনিটরিংয়ের মতো পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানান তিনি।

তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। জলবায়ু পরিবর্তন, নোনা পানি, জাহাজের শব্দদূষণ, শিল্পকারখানার বর্জ্য, এবং বিষ দিয়ে মাছ ধরার কারণে সুন্দরবনের পরিবেশ দিন দিন বাঘের বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বাগেরহাট শাখার আহ্বায়ক নুর আলম শেখ বলেন, বাঘ শিকার ছাড়াও বিষাক্ত পানি ও খাদ্যাভাবে বাঘ মারা যাচ্ছে।

বাঘ সংরক্ষণের লক্ষ্যে সরকার ‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’ এবং ‘সুন্দরবন সুরক্ষা প্রকল্প’-এর মাধ্যমে ৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর আওতায় চলছে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ, রোগ শনাক্তকরণ এবং শিকার ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ।

ড. শেখ ফরিদুল ইসলাম মনে করেন, শুধু প্রকল্প নয়, সুন্দরবনের সম্পূর্ণ ইকোসিস্টেম রক্ষা করতে হবে। বাঘের খাদ্য হরিণ ও বুনো শুকরের সংখ্যা বাড়ানো, নিরাপদ প্রজনন ও আপৎকালীন আশ্রয়স্থল গড়ার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ ক্যামেরা জরিপ অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টি। তবে সংখ্যাগত কিছু উন্নতি সত্ত্বেও পরিবেশ অনিরাপদ থাকলে, বাঘের রাজত্ব টেকানো কঠিন হবে বলে মত দেন বিশেষজ্ঞরা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ