যুক্তরাষ্ট্রের 'রোবোসাব ২০২৫'-এ নির্বাচিত 'ডিওবি হাইড্রোজান', নর্দানে অনুষ্ঠিত হলো বিজ্ঞানভিত্তিক কর্মসূচি

যুক্তরাষ্ট্রের 'রোবোসাব ২০২৫'-এ নির্বাচিত 'ডিওবি হাইড্রোজান', নর্দানে অনুষ্ঠিত হলো বিজ্ঞানভিত্তিক কর্মসূচি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশের উদ্ভাবনী শক্তিকে বিশ্বদরবারে তুলে ধরার আরেকটি মাইলফলক ছুঁয়েছে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ‘ড্রিমস অব বাংলাদেশ (ডিওবি)’। প্রতিষ্ঠানটির ডুবো রোবট প্রযুক্তি বিষয়ক বিভাগ ‘আন্ডারওয়াটার রোবটিকস ডিভিশন’-এর প্রতিভাবান দল ‘ডিওবি হাইড্রোজান’ সম্প্রতি নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতা ‘রোবোসাব ২০২৫’-এ অংশগ্রহণের জন্য। এই প্রতিযোগিতা আগামী বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইরভিন শহরে অনুষ্ঠিত হবে। আয়োজন করছে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা ‘রোবোনেশন’।


বিশ্বমানের এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে জটিল ও উচ্চমানের কারিগরি মানদণ্ড পূরণ করতে হয়। ‘ডিওবি হাইড্রোজান’ দল সেই সব চ্যালেঞ্জ অতিক্রম করে নিজেদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তি প্রমাণ করেছে। দলের নেতৃত্বে রয়েছেন ডিওবি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাদির ইসলাম, যিনি একইসাথে এই প্রকল্পের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সহ-নেতা হিসেবে রয়েছেন মো. আতহার শিহাব, যিনি টিম ব্যবস্থাপনা এবং কারিগরি সমন্বয়ের দায়িত্বে রয়েছেন।

এই অর্জন উদযাপন এবং শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যে গতকাল ‘নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’-এ অনুষ্ঠিত হয় একটি ব্যতিক্রমধর্মী এসটিইএম (STEM) এনগেজমেন্ট প্রোগ্রাম। এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব ‘এনইউবিসিসি’। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীরা।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের তিনজন মেধাবী শিক্ষার্থী বর্তমানে ‘ডিওবি হাইড্রোজান’ দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। প্রোগ্রামে অংশগ্রহণকারীরা ‘অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল (AUV)’ প্রযুক্তি সরাসরি পরিদর্শনের সুযোগ পান। এক্সপেরিমেন্টাল ডেমোতে শিক্ষার্থীরা পানির নিচে চলাচল, সেন্সর প্রযুক্তি, গণনাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাবমেরিন যোগাযোগ প্রযুক্তি নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের সফটওয়্যার লিড এবং ওয়েবসাইট কো-লিড মাহাদি হাসান। তিনি সফটওয়্যারের গঠন, প্রযুক্তির প্রয়োগ এবং উদ্ভাবনী দিকগুলো নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন ও তাৎক্ষণিক ব্যাখ্যা প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাদির ইসলাম ও মো. আতহার শিহাব বলেন, “এই প্রকল্প শুধু একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মকে উদ্ভাবনের পথে এগিয়ে নেওয়া এবং রোবটিকস ও গভীর প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বমানের দক্ষতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

‘ডিওবি হাইড্রোজান’ দলের তৈরি এই স্বয়ংক্রিয় ডুবো রোবট পানির নিচে নিজে নিজে লক্ষ্য নির্ধারণ, মানচিত্র তৈরী, বস্তু শনাক্তকরণ এবং বিভিন্ন কার্যসম্পাদন করতে সক্ষম। ভবিষ্যতে এই প্রযুক্তি সমুদ্র নিরাপত্তা, পরিবেশ পর্যবেক্ষণ এবং গভীর সমুদ্র অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ