আড়িয়াল খাঁ নদী ভাঙনে নিঃস্ব দুই শতাধিক পরিবার

আড়িয়াল খাঁ নদী ভাঙনে নিঃস্ব দুই শতাধিক পরিবার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন দুই শতাধিক পরিবার। বছরের পর বছর এই নদীর ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। সম্প্রতি নতুন করে সাহেবরামপুরের নতুন আন্ডারচর লঞ্চঘাট ও উত্তর আন্ডারচর গ্রামে ভাঙনে অন্তত ২০০টির বেশি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর পানির প্রবাহ কমায় চর সাহেবরামপুর এলাকার প্রায় ৭০০ মিটার গ্রামীণ সড়ক নদীতে বিলীন হয়ে গেছে। পাশাপাশি ঝুঁকির মুখে রয়েছে শতাধিক পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ফসলি জমি।

৭০ বছর বয়সী চাঁনমিয়া বলেন, “জীবনে তিনবার বাড়িঘর নদীতে গেছে। যা ছিলো সব শেষ। এখন সরকারি জমিতে একটা টিনের ঘর তুলে কোনোরকমে থাকি।” প্রতিবেশী ৭৫ বছরের বজলু সরদার বলেন, “সাতবার ভাঙনে সর্বস্ব হারিয়েছি। সরকার কোনো সহযোগিতা দেয়নি। এক ছেলে আছে, তার রোজগারেই সংসার চলে।”

ভাঙনের ঝুঁকিতে রয়েছে নতুন আন্ডারচর বঙ্গবন্ধু কলেজ, হাজী করিমখানের হাট, ৭৩নং প্রাথমিক বিদ্যালয়, নবারুন উচ্চ বিদ্যালয়, ইমদাদুল উলুম মাদরাসা, আল মাহমুদ হাফিজিয়া মাদরাসা, করিম খানের হাট পোস্ট অফিস ও গোলপাতা বাজারসহ একাধিক প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে। এ বিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী শুভ সরকার জানান, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি নেয়া হয়েছে।

একই দিন এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা দ্রুত ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন জানান, ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা প্রদান ও পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ