মোংলায় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৮

মোংলায় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৮
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মোংলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টয় পৌর শহরের মিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির আহতরা হলেন- জসিম, মাহাবুব, লিটন, দিলরুবা এবং আওয়ামী লীগের শহিদুল মোল্লা, নাঈম মোল্লা, সাদ্দাম মোল্লা, পারভীন। বিএনপির আহতরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন।

আহত বিএনপির কর্মীরা বলেন, আওয়ামী লীগের নেতা শহীদুলের বাড়িতে গোপন মিটিং হচ্ছিল, সেখানে গেলে তারা আমাদের ওপর হামলা করে। আর আওয়ামী লীগের আহতরা বলেন, বিএনপির লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান জানন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে গুরুতর কোন রোগী নাই।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, ঘটনাস্থলে পুলিশ ও নৌ-বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কারো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত নিউজ