ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ১১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৩৭ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৩৪ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলি হামলায় আহত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৮৭০ জন। নিহতদের মধ্যে ৪৭ শতাংশেরও বেশি নারী ও শিশু। নিহত নারী রয়েছেন ৯ হাজার ৭৮২ জন এবং শিশু ১৮ হাজার ৫৯২ জন।

বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে ২২ জন ফিলিস্তিনি নিহত এবং ১৯৯ জন আহত হন। ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নেওয়ার সময় গুলিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ জনে এবং আহত হয়েছেন ৭ হাজার ৯৫৭ জন।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। তবে যুদ্ধবিরতির দুই মাসের মধ্যেই ১৮ মার্চ নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে তারা। ওই অভিযানে এখন পর্যন্ত ৮ হাজার ৮৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৩ হাজার ৮২৯ জন।

এর আগে ২ মার্চ থেকে গাজার উপর আরোপিত অবরোধের অংশ হিসেবে সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেয় ইসরাইল। এতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে অঞ্চলটিতে।

উল্লেখ্য, গাজায় ইসরাইলি আগ্রাসনের দায়ে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ