ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাশিয়াকে যুদ্ধ থামাতে এখন থেকে মাত্র ১০ দিন সময় দেওয়া হয়েছে। এ সময়সীমার মধ্যে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর শুল্কসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, "আমি জানি না এটি রাশিয়ার ওপর প্রভাব ফেলবে কি-না। কারণ পুতিন যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে আমাদের হাতে শুল্কসহ নানা উপায় রয়েছে, যেগুলো প্রয়োগ করা হবে। এতে রাশিয়ার অর্থনীতির ওপর প্রভাব পড়তে পারে।"

এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া যদি ১০ বা ১২ দিনের মধ্যে ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করে, তাহলে শুধু রাশিয়ার ওপর নয়, বরং রাশিয়ার সঙ্গে ব্যবসায় যুক্ত তৃতীয় দেশগুলোর ওপরও 'সেকেন্ডারি ট্যারিফ' আরোপ করা হবে।

মঙ্গলবার তিনি সেই সময়সীমা আরও কমিয়ে ৮ আগস্ট পর্যন্ত নির্ধারণ করেন। উল্লেখ্য, এর আগে তিনি রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য ৫০ দিনের সময় দিয়েছিলেন, যার মেয়াদ ছিল সেপ্টেম্বরের শুরু পর্যন্ত। কিন্তু এখন তা হ্রাস করে কড়া বার্তা দিলেন ট্রাম্প।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, "আমি পুতিনের ওপর অত্যন্ত হতাশ। কারণ তিনি কিয়েভের মতো শহরে হঠাৎ রকেট হামলা শুরু করেন, যার ফলে অনেক বেসামরিক মানুষ, এমনকি বৃদ্ধাশ্রমে থাকা নিরীহ মানুষও প্রাণ হারান।"

তিনি আরও বলেন, "আমি আগেই জানতাম কী হবে। সেজন্য ৫০ দিনের সময়সীমা এখন আর যৌক্তিক নয়। যুদ্ধ এখনই থামাতে হবে। না হলে রাশিয়াকে এর চড়া মূল্য দিতে হবে।"

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ