রাশিয়ায় শক্তিশালী ৮.৭ মাত্রার ভূমিকম্প, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল টালমাটাল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাশিয়ার সুদূর-পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির উৎপত্তি ছিল পেত্রোপ্যাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে, যা ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস এই ভূমিকম্পকে গত কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে।
প্রাথমিক কম্পনের কিছু সময় পর একই অঞ্চলে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। একটি ছিল ৬.৯ মাত্রার, অপরটি ৬.৩ মাত্রার। ভূমিকম্পের জেরে কামচাটকা অঞ্চলে ৪ মিটার (প্রায় ১৩ ফুট) উচ্চতার ঢেউ ওঠার খবর পাওয়া গেছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এই ভূমিকম্প অভূতপূর্ব এবং অঞ্চলটির জন্য তাৎক্ষণিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে জাপান, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইকুয়েডর, কোস্টারিকা, তাইওয়ানসহ প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দ্বীপ রাষ্ট্র। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে এক মিটার বা ৩.৩ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। হাওয়াই অঙ্গরাজ্যের জন্যও জারি করা হয়েছে সতর্কতা।
সতর্কতার অংশ হিসেবে উপকূলবর্তী অঞ্চল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিতভাবে জানা না গেলেও সংশ্লিষ্ট দেশগুলো সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় উচ্চ সতর্কতায় রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।