বেনাপোলে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ আনসারের শাস্তিমূলক বদলি

বেনাপোলে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ আনসারের শাস্তিমূলক বদলি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। আনসার সদর দপ্তরের নির্দেশে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এ বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়। আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং বাহিনীর ভাবমূর্তি সুরক্ষার স্বার্থে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সদ্য যোগদানকারী বেনাপোল বন্দরের আনসার কমান্ডার অসিত কুমার।

জানা গেছে, বেনাপোল বন্দরে বর্তমানে ১৬৩ জন আনসার এবং ১২৯ জন বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘পিমা’র সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আমদানি ও রফতানি পণ্যের গেটপাশ পরীক্ষাসহ ট্রাক চলাচলের প্রতিটি ধাপে রয়েছে এই দুই বাহিনীর সদস্যদের নজরদারি। সম্প্রতি গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয় যে, বন্দরের বিভিন্ন গেটে ট্রাকচালকদের কাছ থেকে ‘বকশিশ’-এর নামে ১০ থেকে ২০ টাকা করে আদায় করা হচ্ছে। বিশেষ করে আনসার ও পিমা সদস্যদের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ।

অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রথম ধাপে ৪০ জন আনসার সদস্যকে বদলি করে বাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে তদন্ত অনুযায়ী আরও সদস্যকে বদলি বা ব্যবস্থা নেওয়া হতে পারে। একইসঙ্গে নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও অনিয়মের প্রমাণ মিললে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এই ধরনের অনিয়মে আমদানি-রফতানি প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি ট্রাকচালক ও ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় বাড়ছিল। তাই বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ