লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার উপরে, হাজার পরিবার পানিবন্দী

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
উজানে ভারতের প্রবল বর্ষণের কারণে তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধিতে লালমনিরহাট জেলার তিস্তাপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। এসময় তিস্তার পানি রেকর্ড করা হয় ৫২.২২ মিটার, যেখানে বিপৎসীমা ৫২.১৫ মিটার।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার বহু গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর, আমনের নতুন রোপিত ধানক্ষেত ও সবজির জমি।
সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম জানান, “আমার ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়েছে। হুহু করে পানি বাড়ছে। সড়ক ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।”
আদিতমারী উপজেলার চরাঞ্চলের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, “উজানের ঢলে তিস্তার পানি দ্রুত বাড়ছে। আমাদের আশঙ্কা হচ্ছে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে।”
পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, “উজান থেকে পানি আসায় তিস্তার পানি বাড়ছে। নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ও স্থানীয়দের সতর্ক থাকতে বলেছি।”
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “নদী তীরবর্তী এলাকার খবর নেয়া হচ্ছে। প্রয়োজনে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণসহ প্রশাসনের প্রস্তুতি রয়েছে।”
তিস্তা নদী লালমনিরহাটের পাঁচটি উপজেলার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সামান্য পানির চাপেও গোটা জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।