রাশিয়ায় ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে সুনামি। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকালে দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপের হানাসাকি বন্দরে প্রথম সুনামির ঢেউ আঘাত হানে। ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার।
এরপর একে একে ইওয়াতে প্রদেশের কুজি বন্দরে ৬০ সেন্টিমিটার এবং মিয়াগি প্রিফেকচারের ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার উচ্চতার জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়। সকাল ১০টা ৪৬ মিনিটে হোক্কাইডোর তোকাচি বন্দরে ৪০ সেন্টিমিটার এবং এরিমো শহরে ৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। এছাড়া তোহোকু ও কান্তো অঞ্চলেও সুনামির প্রভাব পড়েছে।
ভূমিকম্পের সময় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে হামানাকা শহরে এবং ১০টা ৪২ মিনিটে পূর্ব হোক্কাইডোর কুশিরো বন্দরে সুনামির ঢেউ আঘাত হানে। জাপান সরকার থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সকালে রাশিয়ার কামচাটকা উপকূল সংলগ্ন এলাকায় ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর। ফলে এই ধরনের ভূমিকম্পে সুনামির ঝুঁকি অনেক বেশি থাকে।
সুনামি একাধিকবার আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে জাপান সরকার। তারা জানিয়েছে, প্রথম ঢেউ অপেক্ষাকৃত ছোট হলেও পরবর্তী ঢেউ বড় হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাশিয়াতেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।