ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কনফেকশনারি ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কনফেকশনারি ব্যবসায়ী নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তফা কামাল (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়ায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোস্তফা কামাল কালিকচ্ছ বর্ডার বাজারে বিকাশ ও কনফেকশনারি ব্যবসার পাশাপাশি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কালিকচ্ছ শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ক্রয় করা বাড়িতে পরিবারসহ বসবাস করে আসছিলেন। তার বাবা ছিলেন একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা।

নিহতের ছোট ভাই আবু বকর জানান, মোস্তফা কামাল প্রতিদিনের মতো রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর অতর্কিতে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে এবং সাথে থাকা মোবাইল ও বিকাশ ব্যবসার নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। পরে এক পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতি চলছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ