গৌরীপুরে বিএনপির স্বেচ্ছাশ্রমে বর্ষায় বিপর্যস্ত সড়ক সংস্কার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলক্রসিং সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে ছিল। বর্ষাকালে সড়কে সৃষ্টি হওয়া গর্তগুলোয় প্রতিনিয়ত ঘটছিল দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় অবশেষে রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেয় স্থানীয় বিএনপি।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি, শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার কাজ শুরু করেন। কাজের উদ্বোধনকালে আহাম্মদ তায়েবুর রহমান বলেন, “শ্যামগঞ্জ বাজারের এ রাস্তা গৌরীপুর, পূর্বধলা ও ধোবাউড়া উপজেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশপথ। অথচ এটি দীর্ঘদিন অবহেলিত। গর্তের কারণে বর্ষায় দুর্ঘটনা বাড়ছে। তাই জনস্বার্থে নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবেই গৌরীপুরের বিভিন্ন রাস্তা, খাল ও অবকাঠামোর কাজ বৈশাখ মাস থেকে স্বেচ্ছাশ্রমে চালিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। জনগণের পাশে থাকার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় নেতাকর্মীরাও জানান, বহুদিন ধরেই রাস্তাটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বারবার অভিযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন। সড়ক সংস্কারের ফলে শ্যামগঞ্জ বাজারসহ আশপাশের এলাকা ও তিন উপজেলার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করেন তারা।
সংস্কার কার্যক্রমে শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।