চাঁদার টাকা না পেয়ে সম্রাটের চোখ তুলে নেয়ার চেষ্টা

চাঁদার টাকা না পেয়ে সম্রাটের চোখ তুলে নেয়ার চেষ্টা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যশোরের সদর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে সম্রাট হোসেন (২৫) নামে এক যুবকের চোখ তুলে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাঁচড়া ডালমিল এলাকার মাঠ-পাড়ায় এই ঘটনা ঘটে।

সম্রাট ওই গ্রামের আব্দুল আলীমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কাজী বাবুল হোসেন।

তিনি জানান, সম্রাট মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদকসহ ৬টি মামলা রয়েছে। মাদক বেচাকেনা নিয়ে পূর্ববিরোধ ও চাঁদার টাকা না পেয়ে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। 
সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন অভিযোগ করেন, সম্প্রতি তারা একটি জমিসহ বাড়ি ক্রয় করেন। ওই জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করে। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে যায়। ওই জমি দখলে গেলে সোমবার রাত ১০টার দিকে কুদরতসহ অন্যান্যরা হামলা চালায়। এ সময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারপিট করে। এক পর্যায়ে তার দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার চোখের পাশে বিভিন্ন স্থানে গুরতর জখম হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দূত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।   
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, সম্রাটের বাম চোখের চারপাশে পাঁচটি ছুরির আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।


সম্পর্কিত নিউজ