রংপুরে হিন্দুপাড়ায় হামলা, পুলিশের মামলায় গ্রেপ্তার ৫

রংপুরে হিন্দুপাড়ায় হামলা, পুলিশের মামলায় গ্রেপ্তার ৫
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধর্ম অবমাননার গুজবকে কেন্দ্র করে সংঘটিত এই হামলায় ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার সূত্রপাত ঘটে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ থেকে। এরপর উত্তেজিত জনতা হিন্দু অধ্যুষিত এলাকায় ঢুকে ঘরবাড়ি ভাঙচুর করে এবং মালামাল লুটপাট করে বলে জানা যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু দাঙ্গাকারীরা পুলিশের উপরও আক্রমণ চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কৌশল অবলম্বন করতে হয় এবং পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একজন, শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫), বাদী হয়ে গংগাচড়া থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশের বিভিন্ন ইউনিট যৌথ অভিযান পরিচালনা করে এবং এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

পুলিশ জানিয়েছে, দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের বক্তব্য ও প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে বলেও জানানো হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ