দৌলতদিয়া-পাটুরিয়া রুটে তীব্র স্রোত, লঞ্চ-ফেরি চলাচলে ভোগান্তি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি ও লঞ্চ চলাচলে চরম বিঘ্ন ঘটেছে। নদীর পানি বাড়ার পাশাপাশি প্রবল স্রোতের কারণে যান চলাচলে সময় বেড়ে গেছে দ্বিগুণ। ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুনগুলো ফাঁকা পড়ে আছে। কোথাও কোনো লঞ্চ ভিড়ে নেই। কেবল যাত্রী, হকার ও টিকিট চেকারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পন্টুনে স্রোতের তীব্রতায় নড়াচড়া অনুভূত হচ্ছে। সতর্কবার্তা হিসেবে পন্টুনে লাল কাপড় বাঁধা হয়েছে। বেশ কিছু দুর্বল লঞ্চ ও ফেরি স্রোতের তোড়ে টিকতে না পেরে বসতবাড়ির পাশে নোঙর করে রাখা হয়েছে।
লঞ্চচালক ও স্থানীয়রা জানিয়েছেন, আগে দৌলতদিয়া থেকে পাটুরিয়া পাড়ি দিতে ২০-২২ মিনিট সময় লাগত। এখন সেই পথ পাড়ি দিতে লেগে যাচ্ছে ৪৫ থেকে ৫০ মিনিট। একইভাবে, ফেরিগুলোও গন্তব্যে পৌঁছাতে সময় নিচ্ছে দ্বিগুণ। ফেরি চালাতে ইঞ্জিনের গতি বাড়াতে হচ্ছে, যা জ্বালানির ওপরও বাড়তি চাপ সৃষ্টি করছে।
এমভি নজির এক্সপ্রেসের মাস্টার মুরাদ মিয়া জানান, স্রোতের তীব্রতায় লঞ্চ পন্টুনে ভেড়ানো কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে পন্টুনে না ভিড়িয়ে বসতভিটার পাশে লঞ্চ ভেড়াতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, নৌপথে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে, যদিও মোট ১৬টি ফেরি রয়েছে। যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় কিছু ফেরি সাময়িকভাবে বসিয়ে রাখা হয়েছে।
স্থানীয় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা দ্রুত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ কামনা করেছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।