ঐতিহাসিক ৩০ জুলাই ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর দিন

- Author, তুষার আহমেদ মূসা
- Role, জাগরণ নিউজ বাংলা
ঐতিহাসিক ৩০ জুলাই ২০২৪। প্রতিবাদমুখর বাঙালির গর্জে উঠার এক লাল দিন। সেদিন ফেসবুক প্রোফাইলের ছবি রক্তের প্রতিকৃত সত্ত্বায় জানান দিয়েছিল বিদ্রোহী চিত্রে। ইন্টারনেটে সেয়লাব হয়ে উঠেছিল পুরো নেট দুনিয়া। শোকের কালোর বিপরীতে ফেসবুকের স্ক্রিনজুড়ে সেদিন লাল শুধু বিপ্লবই ছিল না, ছিল সত্য বলার ভয়ডরহীন ভাষা। রাজপথে এক দফা এক দাবির আলোর মিছিলে ছিল এই লাল।
স্লোগান আর রাজপধ ছাড়াই একটা রঙ হয়ে উঠেছিল আলোকিত বিদ্রোহ। ফ্যাসিস্টদের রক্তচক্ষু্ উপেক্ষা করে আম জনতা আলোর মশাল মিছিল ফুটে উঠেছিল ফেসবুক দুনিয়ায়।
লাল লাভায় ভেসে গিয়েছিল নীল মুখবন্ধের বৃত্তাকার পৃথিবী। যেটা শুনেছিল পুরো রাষ্ট্রযন্ত্র। কম্পন তৈরি করেছিল স্বৈরচারদের অন্তরে।
সেদিনকার ডিজিটাল দুনিয়া হয়ে উঠেছিল ক্ষমতার রক্তচক্ষুর বিপরীতে বলতে না পারার জ্বালাময়ী মাইক, আর একটি রঙ বাক-স্বাধীনতার আগ্নেয়াস্ত্র। অনলাইনের যে ক্ষোভের উদগিরণ, সেদিন অফলাইনকে দিয়েছিলো গণজোয়ারের শক্তি আর সিস্টেমকে হুঁশিয়ারি হুংকার।
আইনজীবী মানজুর আল মতিন বলেন, জাতীয় পতাকায় সবুজের মধ্যে সূর্যের রঙটা লাল, রক্তের রঙ লাল, বিপ্লবের রঙ লাল, শহিদ আবু সাঈদ থেকে শুরু করে ফারহান, ফাইয়াজ, মুগ্ধ, রিয়া পর্যন্ত তারা প্রত্যেকে নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিলেন সেই রক্তেরও তো প্রতীক এই লাল। এবং এ সবকিছুই মিলেই আমাদের স্বাধীনতা, প্রতিবাদ, দ্রোহ, বিপ্লব সবকিছুই এই লালে এসে মিলেছিল। যখন পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে লালে লাল সয়লাব হয়ে গেল, তখন আমরা দেখেছি ২ জুলাই দ্রোহযাত্রা, ৩ জুলাই সেই ঐতিহাসিক সমাবেশ যেখান থেকে ১ দফার ঘোষণা আসলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম সকলের মধ্যে সহমর্মিতার পরিবেশটা আরও ঘনীভূত হবে, আমার মনে হয়েছে সেটা অনেক বিঘ্নিত হয়েছে। একটা ভালো দিক হচ্ছে মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন। যে জনগণ অভ্যুত্থান করেছে সে জনগণ কিন্তু আবার তার নিজের এজেন্সিটাকে কোনো না কোনোভাবে (ওউন) দাবি করে। সেটা পরবর্তী সরকারের স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে জনগণের এ ক্ষমতায়নটা অনেক বাধা হয়ে দাঁড়াবে।
এক বছর পর প্রোফাইল লাল হওয়ার দিনে ভয়াল সেই দিনের কথা অনেকের মনে পড়ে। সেদিনকার ঐক্যবদ্ধ্য জাতি লালে লাল হয়ে উঠেছিল একতাই, শক্তিতে আর ভালোবাসায়।
আজকে এসে প্রশ্ন থেকে যায়, প্রোফাইলের রঙ বদলানো সহজ, কিন্তু রাজপথের রক্ত? এই প্রতিবেদন সেই রঙের, স্মৃতির, রক্তের এবং প্রশ্নের আদতে একটি গণ-অভ্যুত্থানের। যেখানে সাধারণের খুব সাধারণ অভিব্যক্তি এক বছর পর, আপনি কতটা লাল?
জীবন বাস্তবতায় সংগ্রামময় ইতিবৃত্ত আজীবন চলতে থাকবে, যখনই রাষ্ট্রযন্ত্র বিপথে চলবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।