হামাস বিরোধী অবস্থানে সৌদি-কাতারসহ ১৭ দেশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজা পরিস্থিতি নিয়ে এবার হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব, কাতার, মিসরসহ ১৭টি দেশ। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে গৃহীত যৌথ ঘোষণায় হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে অস্ত্র হস্তান্তর এবং নিরস্ত্রীকরণে সম্মত হওয়ার দাবিও জানানো হয়।
এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে জানা যায়, সম্মেলনে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, কাতার, মিসরসহ ১৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। ঘোষণায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং হামাসকে ভবিষ্যতের ফিলিস্তিনি প্রশাসনিক কাঠামো থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো এই যৌথ বিবৃতিকে ‘ঐতিহাসিক ও নজিরবিহীন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “এই প্রথমবার আরব দেশগুলো একসাথে হামাসের বিরুদ্ধে অবস্থান নিল এবং ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করল।”
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও জাতিসংঘে দেয়া এক ভাষণে একই বক্তব্য দেন। তিনি বলেন, “হামাস যেন ৭ অক্টোবরের হামলার জন্য পুরস্কৃত না হয়। তাদের জিম্মি মুক্তি, যুদ্ধবিরতি এবং গাজা থেকে সরে দাঁড়াতে হবে।”
যৌথ বিবৃতিতে দখলদারিত্বের অবসান, সহিংসতা বন্ধ, এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। যুদ্ধোত্তর গাজা পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি শান্তিরক্ষী মিশন মোতায়েনের প্রস্তাবও রাখা হয়েছে।
এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রথমবারের মতো হামাসের বিরুদ্ধে আরব দেশগুলো সরাসরি অবস্থান নিল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।