বিলুপ্ত প্রায় ১২০ কেজি ওজনের দুটি শাপলাপাতা মাছ জব্দ
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাগেরহাটে আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ জব্দ করেছেন বনরক্ষীরা। সোমবার বাগেরহাট শহরের কেবি বাজার এলাকা থেকে ১২০ কেজি ওজনের এই মাছ দুটি জব্দ করে সুন্দরবন পূর্ব বন বিভাগ। এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কাজী নুরুল করীম। 
তিনি জানান, বাগেরহাট শহরের কেবি বাজার সামুদ্রিক মাছের হাটে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সেখানে অভিযানে যায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। এসময় ১২০ কেজি ওজনের আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ জব্দ করা হয়। এরপর সেগুলো কেরোসিন দিয়ে বন বিভাগের কার্যালয়ের চত্বরে মাটির নিচে পুঁতে ফেলা হয়।
তিনি আরও বলেন, বিলুপ্ত প্রায় প্রজাতির শাপলাপাতা মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই মাছ আহরণ, বিক্রয় ও সংরক্ষণ না করার জন্য বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এরপরেও কিছু অসাধু জেলে এই মাছ আহরণ করছে। ব্যবসায়ীরা এই মাছ বিক্রি করছে।
সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ারও আহ্বান জানান এ বন কর্মকর্তা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                        
                                                     
                                                        
                                                     
                                                        
                                                    