গরমে বিপর্যস্ত জাপান, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাপানে আবারও ভাঙলো উষ্ণতার রেকর্ড। দেশটির পশ্চিমাঞ্চলীয় হিয়োগো প্রদেশের তাম্বা শহরে বুধবার (৩০ জুলাই) রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এখন পর্যন্ত জাপানের ইতিহাসে সর্বোচ্চ। দেশটির আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে, এর আগে এত উচ্চ তাপমাত্রা আর কখনও রেকর্ড হয়নি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই ভয়াবহ তাপপ্রবাহ মূলত জাপানের পশ্চিম ও মধ্যাঞ্চলে তীব্র আকার ধারণ করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে তাম্বা অন্যতম। প্রচণ্ড গরমে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। হাসপাতালগুলোতে হিটস্ট্রোক ও হিট এক্সহস্টনের রোগীর সংখ্যা বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বাতিল করা হয়েছে, বিভিন্ন অফিসে চালু হয়েছে ঘরে বসে কাজের ব্যবস্থা।
এর আগে ২০২০ সালে জাপানের হামামাতসু শহরে এবং ২০১৮ সালে কুমাগায়ায় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এবারের তাপমাত্রা সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে, ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাপানে অতীতে দেখা না যাওয়া আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন এই তীব্র গরম অব্যাহত থাকতে পারে। জনগণকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একইসঙ্গে পর্যাপ্ত পানি পান, ঠান্ডা পরিবেশে থাকার ও শিশু ও বৃদ্ধদের বিশেষভাবে নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানে এই অতিরিক্ত গরমের প্রেক্ষাপটে দেশটির সরকার এবং স্থানীয় প্রশাসন স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ইতোমধ্যে কিছু অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।