নাগেশ্বরীতে সাপের দংশনে মারা গেলেন সাপুড়ে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের কাপালী পাড়ায় সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক সাপুড়ে। বুধবার (৩০ জুলাই) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাপুড়ের নাম বয়েজ উদ্দিন (৪৫)। তিনি একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, বুধবার সকালে কাপালী পাড়ার ইমরান আলীর বাড়িতে একটি বিষধর সাপ দেখা গেলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে পরিচিত সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেওয়া হয়। তিনি দ্রুত সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে ধরতে সক্ষম হন। সাপের লেজ ধরে বেশ কিছুক্ষণ ঝুলিয়ে রাখার পর সেটিকে একটি বস্তায় ঢুকানোর সময় হঠাৎ সাপটি তার হাতে কামড় দেয়।
দংশনের পরপরই বয়েজ উদ্দিনের শরীরে বিষক্রিয়া শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়।
ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো. সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, বয়েজ উদ্দিনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।
বয়েজ উদ্দিন পেশাগতভাবে সাপ ধরায় পারদর্শী হলেও বিষধর সাপের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি তার মৃত্যুর জন্য দায়ী বলে মনে করছেন এলাকাবাসী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।