ঢাবিতে ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

ঢাবিতে ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বুধবার (৩০ জুলাই) প্রকাশিত তালিকা অনুযায়ী, আসন্ন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৩২ জন। এরমধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯০৪ জন এবং ছাত্রী ভোটার ১৯ হাজার ২৮ জন।

তালিকা অনুযায়ী ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন রোকেয়া হলে, মোট ৫ হাজার ৬৭৬ জন। এরপর রয়েছে কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৯৫ জন, শানসুন নাহার হলে ৪ হাজার ৯৮ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৫১ জন এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৮ জন।

ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন জগন্নাথ হলে ২ হাজার ২৫৪ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ১৩ জন, শহীদুল্লাহ হলে ২ হাজার ১৭ জন এবং শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০০ জন। এছাড়া ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬১ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন এবং স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন ভোটার রয়েছেন।

প্রকাশিত খসড়া তালিকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের নোটিশ বোর্ডে টানানো হয়েছে। একই সঙ্গে তালিকাগুলো সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও পাঠানো হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা নিয়ে কেউ যদি কোনো আপত্তি জানাতে চান, তাহলে তা আগামী ৬ আগস্ট বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট, বিকাল ৪টায়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ