কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ভোর ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর এলাকা থেকে এসব বাজি আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। সদর দক্ষিণ উপজেলার সীমান্ত পিলার ২০৮০/এম থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে রসুলপুর নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করা হয়।
জব্দকৃত বাজিগুলোর মধ্যে বিভিন্ন প্রকার পটকা, রকেট, ফ্ল্যাশলাইটসহ উচ্চ শব্দ ও আলো সৃষ্টিকারী বিস্ফোরক জাতীয় দ্রব্য রয়েছে। মোট বাজির সংখ্যা চার লাখ ৭৫ হাজার ৮৪০ পিস। এর আনুমানিক বাজারমূল্য ৯৫ লাখ ৬৭ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
অভিযানে কাউকে আটক করা না গেলেও বিজিবির ধারণা, এগুলো চোরাকারবারীরা ভারতের ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে এনে গোপনে সরবরাহের পরিকল্পনা করেছিল। ঈদুল আযহা ও দুর্গাপূজাকে সামনে রেখে এ ধরনের বাজির চাহিদা বাড়ে, আর এই সুযোগে অসাধু চক্রগুলো মুনাফার আশায় অবৈধ পথে এসব পণ্য আমদানি করে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত বাজিগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমসে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।