তাবলিগের দুই পক্ষের বিরোধ মেটাতে সমঝোতা কমিটি গঠনের ঘোষণা

তাবলিগের দুই পক্ষের বিরোধ মেটাতে সমঝোতা কমিটি গঠনের ঘোষণা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

তাবলিগ জামাতের দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদ মেটাতে সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে একটি সমঝোতা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে উভয় পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী।

ধর্ম উপদেষ্টা জানান, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিতব্য এই কমিটিতে দুই পক্ষ তাদের প্রতিনিধি রাখবেন। কমিটির মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “তাবলিগ জামাতের দুই পক্ষ অনেক দিন ধরেই আমাদের সঙ্গে বৈঠক করতে চাচ্ছিলেন। আজ প্রথমবারের মতো তারা একসঙ্গে বসেছেন। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে।”

গত বছর বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে সংঘর্ষের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দুই পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

কমিটির আলোচনার ফল অনুযায়ী, ভবিষ্যতে ইজতেমা একসঙ্গে করা কিংবা কাকরাইল মসজিদের নেতৃত্ব নির্ধারণসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হবে বলে জানান তিনি।

বৈঠকে মাওলানা সাদ কান্ধলভী পন্থী মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম এবং জুবায়ের আহমেদ পন্থী মাওলানা মামুনুল হকসহ দুই পক্ষের সিনিয়র মুরব্বিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে তাবলিগ জামাত দুটি পক্ষ বিভক্ত। একপক্ষ দিল্লির নিজামুদ্দিন মারকাজ অনুসারী, অপর পক্ষ শুরায়ে নেজাম নামে পরিচিত। বহুদিন ধরেই বিশ্ব ইজতেমা, নেতৃত্ব ও কার্যক্রম নিয়ে বিরোধ চলছে তাদের মধ্যে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ