গোপালগঞ্জের কোটালীপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের এলাকায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার (৩০ জুলাই) সকালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা। সঙ্গে ছিলেন সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সড়ক ও জনপথ বিভাগের জমিতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন ছোট-বড় দোকানপাট, অস্থায়ী ঘর ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব অবৈধ স্থাপনার কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হচ্ছিল। অভিযানে এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে প্রায় দুই একর জমি দখলমুক্ত করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা জানান, সরকারি সম্পত্তি দখল করে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন। তিনি বলেন, “সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা আমরা আজ উচ্ছেদ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান জানান, সারাদেশে চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে কোটালীপাড়ায় এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, “এটি আমাদের নিয়মিত কার্যক্রম। সড়কের জায়গা দখল করে কেউ স্থাপনা গড়তে পারবে না। ভবিষ্যতে এসব জায়গায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকায়ও এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। স্থানীয় জনগণও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।