জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা ও গণতন্ত্র টিকবে না: ডা. জাহিদ

জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা ও গণতন্ত্র টিকবে না: ডা. জাহিদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় ঐক্য না হলে স্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই জাতীয় ঐক্য বিপন্ন করা যাবে না। কারণ জাতীয় ঐক্যের অভাবে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে এবং সেটিই স্বাধীনতা ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ডা. জাহিদ বলেন, আপনারা দলীয় বাহিনীর মতো কাজ করবেন না। জামাত-বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জনগণের পাশে থাকাই আপনার প্রকৃত দায়িত্ব।

তিনি আরও বলেন, বিএনপি গত ১৭ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। একাধিকবার দেশ পরিচালনার অভিজ্ঞতা থাকা বিএনপি আজও গণতন্ত্র ও স্বাধীনতার লড়াই চালিয়ে যাচ্ছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে নতুনভাবে সংগঠিত করতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মুন্নাফ মুকুল।

সভা সঞ্চালনা করেন দিনাজপুর জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা। এছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদসহ স্থানীয় নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ