জন্মদিনের আগে রোনালদোর ‘৭০০’ গোলের স্পর্শ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আর মাত্র একদিন পর চল্লিশে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে জোড়া গোল করে আল নাসরকে জয় এনে দিয়েছেন এই তারকা ফুটবলার। সেই সঙ্গে ক্লাব ক্যারিয়্যারের ৭০০তম জয় তুলে নিয়েছেন তিনি সকল রেকর্ড ভেঙ্গে । যা নেই ফুটবল ইতিহাসে আর কোন ফুটবলার এর ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর।
এদিন ২৫তম মিনিটে আলি আলহাসানের গোলে এগিয়ে যায় আল নাসর। ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও দাপট দেখাতে থাকে রোনালদো-মানেরা। ৭৮তম মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন রোনালদ। সাদিও মানের পাস থেকে বেশ কিছুটা সময় শূন্যে ভেসে দারুণ হেডে বল জালে পাঠান তিনি। মিনিট দশেক পর ব্যবধান ৪-০ করেন মোহাম্মেদ আল-ফাতিল।
ফুটবল মাঠে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা তারকার ক্যারিয়ার গোল হলো এখন ৯২৩টি। হাজার গোলের স্বপ্ন পূরণের পথে দারুণভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি। নতুন বছরে তার গোল হয়ে গেল সাতটি। সবশেষ ১১ ম্যাচে গোল করেছেন ১৫টি।
২০০২ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্তিংয়ের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু রোনালদোর। প্রথম ক্লাবের হয়ে তার জয় ১৩টি। পরের বছর তিনি পাড়ি জমান ওল্ড ট্র্যাফোর্ডে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই অধ্যায়ে তার মোট জয় ২১৪টি।
ক্লাব ফুটবলে রোনালদোর সেরা সময় কেটেছে রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৫ শিরোপা জয়ের পথে রোনালদো ম্যাচ জয়ের স্বাদ পান মোট ৩১৫টি। এরপর ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসের হয়ে তিন মৌসুমে তার জয় ৯২টি। ২০২১ সালের অগাস্টে আবার তিনি ফেরেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
সেখান থেকে আল নাসরে নাম লিখিয়ে সৌদি ক্লাবটির হয়ে তার জয় হয়ে গেল এখন ৬৬টি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিও বেশ কিছুদিন ধরেই রোনালদোর।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ওয়েস্ট জোনে ৭ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান শক্ত করেছে আল নাসর। ৬ খেলায় সমান পযেন্ট নিয়ে সৌদি প্রো লিগের আল হিলাল দুইয়ে, আল আহলি ৭ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।