ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজায় চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে কানাডা। বুধবার (৩০ জুলাই) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অটোয়া।
কার্নি বলেন, এই স্বীকৃতির পেছনে রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের প্রতিশ্রুতি এবং ২০২৬ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার। তিনি স্পষ্ট করে জানান, “হামাস ফিলিস্তিনের ভবিষ্যতে কোনো ভূমিকায় থাকতে পারবে না এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “দ্বি-রাষ্ট্রীয় সমাধান রক্ষা করার অর্থ হলো শান্তির পক্ষ নেওয়া এবং সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করা।”
ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেছে। তবে, এই পদক্ষেপের ফলে গাজায় চলমান যুদ্ধ কিংবা পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনো অনিশ্চিত। উল্লেখযোগ্য যে, গাজা ও পশ্চিম তিরেই একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মূল পরিকল্পনা নির্ভর করে।
এদিকে কানাডার এমন ঘোষণার তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “এটি আসলে হামাসকে পুরস্কৃত করার নামান্তর।” ট্রাম্প আরও দাবি করেন, “এই স্বীকৃতি কোনো বাস্তব পরিবর্তন আনবে না। বরং এটি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।”
জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, গাজায় ইসরাইলি হামলা এখন গণহত্যার পর্যায়ে পৌঁছেছে। ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজা শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।