তালগাছ থেকে ভেঙে ফেলা হলো অর্ধশতাধিক বাবুই পাখির বাসা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাবুই পাখির অর্ধশতাধিক বাসা ধ্বংস করার অভিযোগ উঠেছে স্থানীয় সিদ্দিক মোল্লার বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ধানক্ষেত নষ্ট হচ্ছে এমন অভিযোগে তিনি এলাকার দুটি তালগাছ থেকে বাবুই পাখির বাসাগুলো ফেলে দেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সিদ্দিক মোল্লা ওই এলাকার চানু মোল্লার ছেলে। অভিযোগে বলা হয়েছে, তার নিজস্ব জমিতে ধান চাষ করেছেন তিনি। গাছের পাখির বিচরণে ধান নষ্ট হচ্ছে, এমন আশঙ্কা থেকে তিনি মাদরাসা ও মাহবুব মাস্টারের বাড়ির পাশে থাকা দুটি তালগাছ থেকে বাবুই পাখির বাসাগুলো ফেলে দেন।
স্থানীয় মাদরাসার ছাত্র হাবিবুর রহমান জানান, বাবুই পাখির বাসা ভাঙতে নিষেধ করার পরও সিদ্দিক মোল্লা এ কাজ করেন। তালগাছ দুটি দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল ও প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সেখানকার ঝুলন্ত বাসাগুলোর মধ্যে ছিল অসংখ্য ডিম ও ছানা। বাসাগুলো গাছ থেকে নামিয়ে ফেলে দেওয়ায় ডিমগুলো ভেঙে যায় এবং ছানাগুলো মাটিতে পড়ে মারা যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। পরিবেশ সচেতন মহল বলছে, এ ধরনের কাজ জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস বলেন, “পাখি নিধন করা আইন অনুযায়ী মারাত্মক অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য এটি বড় ক্ষতি।”
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।