ব্রাজিলের ওপর ৫০% শুল্ক, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ব্রাজিল সম্পর্ক

ব্রাজিলের ওপর ৫০% শুল্ক, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ব্রাজিল সম্পর্ক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন। পাশাপাশি ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা জারি করার ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানান, বিচারক মোরেসকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তার ‘মত প্রকাশের স্বাধীনতা দমন’ এবং ‘বিচারের আগেই আটকাদেশ দেয়ার অনুমোদনের’ অভিযোগে। বিচারক মোরেস ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। বলসোনারো অবশ্য এই অভিযোগ অস্বীকার করে মোরেসকে ‘স্বৈরাচারী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এ নিষেধাজ্ঞার ঘোষণার পরপরই ট্রাম্প ব্রাজিলের ওপর শুল্ক বাড়ানোর নির্বাহী আদেশে সই করেন। যদিও কিছু গুরুত্বপূর্ণ পণ্য—যেমন কমলার রস, বিমানের যন্ত্রাংশ ও জ্বালানি পণ্য—এই শুল্ক থেকে বাদ রাখা হয়েছে। তবুও বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ব্রাজিলের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

চলতি মাসের শুরুতে ট্রাম্প ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে উদ্দেশ্য করে এক খোলা চিঠিতে অভিযোগ করেন, দেশটি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে এবং বলসোনারোর বিরুদ্ধে ‘রাজনৈতিক হয়রানি’ করছে।

উল্লেখ্য, চীনের পর যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। তাই ওয়াশিংটনের শুল্ক আরোপের সিদ্ধান্ত দক্ষিণ আমেরিকার এই দেশের জন্য অর্থনৈতিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। এরই মধ্যে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ব্রাজিল সরকার।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ