পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আয় শত কোটি রুপি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিন দিন কেবল জনপ্রিয়তাই নয়, আর্থিক দিক থেকেও হয়ে উঠছে শক্ত ভিতের প্রতীক। সর্বশেষ আসরে ছয়টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে প্রায় ছয় শ’ কোটি রুপি লাভে ভাগ বসাতে যাচ্ছে, যার অর্থ প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অংশ হবে প্রায় ৯৭ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪২ কোটিরও বেশি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, যদিও পুরো আয় এখনো নির্ধারিত নয়, তবে আগের আসরে আয় হয়েছিল পাঁচ বিলিয়ন রুপিরও বেশি, যার মধ্যে ৫৬২ কোটি রুপি ফ্র্যাঞ্চাইজিদের মাঝে ভাগ করে দেয়া হয়েছিল। এবার সেই অংক আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে উল্লেখযোগ্য যে, এই লাভের অংকে খেলোয়াড়দের পারিশ্রমিক, সফর, আবাসন ও অন্যান্য অপারেশনাল খরচ অন্তর্ভুক্ত নয়। এর বাইরেও দলীয় স্পন্সরশিপ থেকে আলাদা আয় হচ্ছে, যা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির নিজস্ব হিসাবেই যুক্ত হচ্ছে।
পিসিবির ফাইন্যান্স কমিটির বরাতে জানা গেছে, কিছু দল এখনো তাদের সম্পূর্ণ আর্থিক হিসাব জমা দেয়নি। পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ধীরগতির কারণেও বিলম্ব হচ্ছে অর্থ বণ্টনের ক্ষেত্রে। এশিয়া কাপ নিয়ে ব্যস্ত থাকার কারণে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরও এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হতে পারছেন না।
এদিকে খেলোয়াড়রা এখনো তাদের পারিশ্রমিকের শেষ ৩০ শতাংশ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালীন সময়ে ফ্র্যাঞ্চাইজি চুক্তির ৭০ শতাংশ অর্থ পরিশোধ করে, আর বাকি ৩০ শতাংশ পরিশোধ করে ফাইনালের পরে। তবে এই শেষ ধাপের অর্থ পরিশোধের দায়িত্ব পিসিবির।
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, পিএসএল কেবল খেলা নয়, এখন বড় মাপের অর্থনৈতিক প্ল্যাটফর্মও বটে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।