মসজিদুল হারামের কাছে ‘হজ গ্রাম’ গড়ার পরিকল্পনা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ‘হজ গ্রাম’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ইন্দোনেশিয়া। এই প্রকল্পের মাধ্যমে হজ ও ওমরাহ পালনকারী ইন্দোনেশীয় তীর্থযাত্রীদের জন্য উন্নত আবাসন ও যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ লক্ষ্যে মক্কা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা ‘রয়্যাল কমিশন ফর মক্কা সিটি’র সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয়।
বিনিয়োগমন্ত্রী রোসান রোয়েসলানি জানিয়েছেন, সৌদি সরকারের নতুন আইন অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি থেকে বিদেশি প্রতিষ্ঠানগুলো মক্কায় জমির মালিকানা নিতে পারবে। সেই সুযোগ কাজে লাগাতে চায় ইন্দোনেশিয়া। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে হজযাত্রীদের ভোগান্তি কমবে এবং আবাসন ও পরিবহন ব্যবস্থা আরও আধুনিক হবে।
ইন্দোনেশিয়ার পক্ষ থেকে ২৫ থেকে ৮৫ হেক্টর জমি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু জমি মসজিদুল হারামের মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত, যা হজ পালনকারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক বলে মনে করা হচ্ছে। জমি চুক্তি সম্পন্ন হলে ইন্দোনেশিয়া ‘হজ গ্রাম’-এর জন্য পূর্ণ মালিকানা পাবে এবং প্রয়োজন অনুযায়ী অবকাঠামো নির্মাণ করবে।
এই প্রকল্পের জন্য একটি বিস্তৃত মাস্টার প্ল্যান তৈরির কাজও চলছে, যাতে জোনিং এবং অবকাঠামোগত পরিকল্পনার বিস্তারিত বিবরণ থাকবে। পরিকল্পনা পর্ব ২০২৫ সালের অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে এ বিষয়ে আলোচনা ইতোমধ্যে হয়েছে। হজ ব্যবস্থাপনায় এটি একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।