তিনটি ব্লক ধরা পড়েছে জামায়াত আমিরের হার্টে, দেশেই করাবেন সার্জারি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে গুরুতর সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের পরীক্ষায় তার হার্টে তিনটি মেজর ব্লক পাওয়া গেছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা মূল্যায়ন করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
বুধবার (৩০ জুলাই) রাতে দলীয় আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. শফিকুর রহমান বর্তমানে পর্যবেক্ষণে আছেন এবং বৃহস্পতিবার চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
এদিকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ধানমন্ডি থানা জামায়াতের আমির হাফেজ রাশেদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে দলীয় নেতার অসুস্থতার খবর জানান। তিনি বলেন, দলের আমির বাইরের দেশে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও দেশেই বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত তিনি তার পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নিয়েছেন।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে দু’দফা অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তবুও তিনি বক্তব্য শেষ করেন। ওই ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয় এবং ধাপে ধাপে চিকিৎসা চলতে থাকে।
৭১ বছর বয়সী ডা. শফিকুর রহমান একজন চিকিৎসক ও প্রবীণ রাজনীতিক। তিনি ২০১৯ সালে জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব নেন।
পার্টির কেন্দ্র থেকে জানানো হয়েছে, তার সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।