৩৯ সংসদীয় আসনে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

৩৯ সংসদীয় আসনে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তনের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, ৩০০ আসনের মধ্যে ২৬১টির সীমানা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ৩৯টি আসনে ছোট-বড় কিছু পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। গাজীপুর জেলার ভোটার সংখ্যা বেশি হওয়ায় সেখানে একটি আসন বাড়ানো হয়েছে। অপরদিকে, বাগেরহাটে ভোটার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।

ইসি জানায়, সীমানা পুনর্নির্ধারণে গঠিত ৯ সদস্যের বিশেষ কারিগরি কমিটি দেশের ৩০০ আসন বিশ্লেষণ করে ৪২টি আসনে পরিবর্তনের সুপারিশ করেছিল। সেখান থেকে ৩৯টি আসনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব পরিবর্তনের খসড়া গেজেট ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত এসব পরিবর্তন নিয়ে দাবি বা আপত্তি জানানো যাবে। আপত্তির শুনানির পর চূড়ান্ত গেজেট প্রকাশ করবে ইসি।

যেসব আসনে পরিবর্তন এসেছে সেগুলোর মধ্যে রয়েছে—পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরীয়তপুর ২ ও ৩; ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩।

ইসি আরও জানায়, জনশুমারি ২০২২ ও হালনাগাদ ভোটার তথ্যের ভিত্তিতে এ সীমানা পুনর্নির্ধারণের কাজ হয়েছে। ছোট জেলার ক্ষেত্রে আসন সংখ্যা পরিবর্তন হয়নি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ