সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু, সেই সাপ চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে

সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু, সেই সাপ চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম হয়েছে। সাপ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন এক সাপুড়ে, আর সেই প্রাণঘাতী সাপটি কাচা চিবিয়ে খেয়ে ফেলেছেন আরেক সাপুড়ে ওঝা।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ জুলাই) সকালে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তারপাড়ায়। সাপুড়ে বয়েজ উদ্দিন যান পাশের কালিগঞ্জ ইউনিয়নের কাপালিপাড়ার ইমরান আলীর বাড়িতে একটি সাপ ধরতে। ইমরানের পাকঘরের ইঁদুরের গর্তে এক বিশাল কিং কোবরা ও তার ১৫-১৬টি বাচ্চা আশ্রয় নেয়। বাচ্চাগুলো ধরার পর বড় সাপটি ধরার সময় সেটি বয়েজ উদ্দিনকে ছোবল দেয়। প্রথমে বিষক্রিয়া না দেখা দিলেও কিছুক্ষণের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ বাড়িতে আনার পর ভিড় জমে ওঝা ও অন্যান্য সাপুড়েদের। তাদের মধ্যে মোজাহার নামের এক ব্যক্তি মৃতদেহ দেখেই জানান, বয়েজ উদ্দিন আর বাঁচবেন না। পরে তার স্বজনদের অনুমতিতে মোজাহার সাপগুলো নিয়ে যান। গাবতলা বাজারে গিয়ে তিনি জীবিত কিং কোবরাটিকে হত্যা করে কাঁচা চিবিয়ে খান। ঘটনাটি বাজারে মুহূর্তেই সাড়া ফেলে দেয়, ভিড় জমে উৎসুক জনতায়।

ভূরুঙ্গামারীর বলদিয়া বাজার এলাকার বাসিন্দা মোজাহার এলাকায় 'সাপ খাওয়া মোজাহার' নামে পরিচিত। তিনি জানান, কাঁচা সাপ খাওয়া তার পুরোনো অভ্যাস এবং এটাই তার একধরনের "জবাবি প্রতিশোধ"। ছোট বাচ্চাগুলো তিনি ছেড়ে দিয়েছেন বলে জানান।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস.এম. আবু সায়েম বলেন, সাপে কাটা রোগীর চিকিৎসায় ঝাড়ফুক কোনো কাজ করে না। সঠিক চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে এনে এন্টিভেনম দিতে হবে। বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়, তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ